• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ঈদযাত্রা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে যান

  • ''
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২৪

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। এখনও কোথাও যানজট সৃষ্টি হয়নি। তবে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকে পরিবহনের সংখ্যা বৃদ্ধি পাবে মহাসড়কে। যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঈদে পরিবহন চলাচল স্বাভাবিক করতে বঙ্গবন্ধু সেতুপূর্ব থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কের কিছু অংশে আলাদা করে লেন করা হয়েছে। এ জন্য মহাসড়কের এলেঙ্গা থেকে চরভাবলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকে জোকারচর ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার মহাসড়কে আলাদা লেন চালু করা হয়েছে।

এ ছাড়াও মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে গেলে বিকল্প হিসেবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহনগুলো সেতুপূর্ব গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে এলেঙ্গায় মহাসড়কে প্রবেশে করিয়ে ঢাকার দিকে চলাচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই পদ্ধতি বিগত কয়েক বছর ধরে চলে আসছে।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ২৫ হাজার ৮৪টি পরিবহন পারাপার হয়েছে। পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা।’

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বলেন, ‘সকাল থেকেই মহাসড়কে স্বাভাবিক গতিতে পরিবহন চলাচল করছে। কোথাও যানজট নেই। তবে সন্ধ্যার পর থেকে পরিবহনের চাপ মহাসড়কে বাড়তে পারে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads